দুঃখ-কষ্ট যাহাই আসুক
সইতে হবে আপন প্রাণে;
বিকল্প নাই যে তাহার,
তাই  শুনি গানে গানে।


বুকের মাঝে ঝড়ো হাওয়ায়,
গানের ধ্বনি অশ্রু ঝরায়;
পাগল পরান থেমে যায়,
তাই তো ওই অস্ত বেলায়।


হেথা হতে ওই শূন্য চলা,
প্রাণের কথা প্রাণে বলা;
আর থাকবে না কেউ পাশে,
ওই হারিয়ে যাওয়ার আশে।


যে সুর বাজে প্রাণের মাঝে,
কেমনে লাগাই এ মন কাজে?
এ কোন ছবি ভেসে উঠে,
নিজেকে দেখি  অরূপ সাজে।


আবার
রাত পোহালে, প্রভাত হলে,
মনের ভিতর আগুন জলে;
নতুন ভাবনা, নতুন চিন্তা,
আসে আবার তাহার ফলে।


১৯শে বৈশাখ,১৪২৮,
ইং ০৩/০৫/২০২১,
সোমবার সকাল ৯টা। ১৩০৮, ০৫/০৫/২০২১।