প্রাণ দিয়েও বিশপ ভ্যালেন্টাইন বেঁচে আছে মানুষের মাঝে,
প্রেমহীন জগৎটা লাগিবে না বুঝি আর কোন কাজে।
প্রেমের বাঁধনে বাঁধা ১৪ ই ফেব্রুয়ারি,
আমরা মানুষ, সে কথাটা কি, ভুলিয়া থাকিতে পারি?
জীবন বিরোধী রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস
পারিনি থামাতে জীবনের গতি,
ফাঁসিকাষ্ঠে ভ্যালেন্টাইন বলে গেছেন ভালোবাসি আমি,
তুলনাহীন তুমি মোর প্রান প্রিয় মতি।
করুন সেই ইতিহাস, বছরের শেষে বারে বারে ঘুরে ঘুরে আসে,
মানুষের হৃদয়ে প্রেম তাই বুঝি অহরহ ভাসে।
বাঙালির বসন্ত উৎসব কিংবা সরস্বতী পূজার সেইদিন,
কেমনে ভুলিবো মোরা, কি করে শোধিব সেই ঋণ।
ভালোবাসা প্রেমসম জীবনের ধন,
জীবনের সৃষ্টি ধারায় পরে থাকে মানুষের মন।
তাই প্রকৃতির বসন্ত উৎসব কিংবা রোমের ভ্যালেন্টাইন্স ডে
জীবনেরে পিছু ছোটে বলে কে কত নিবি তোরা নে।
জীবন বেঁচে থাক প্রেম আর ভালোবাসা নিয়ে,
হৃদয়ে হৃদয় বাঁধা পড়ুক সেই অনন্য অনুভূতি দিয়ে।


১ লা ফাল্গুন,১৪২৬,
ইং ১৪/০২/২০২০,
শুক্রবার সকাল ৬:৪৫। ৯১৫, ১৪/০২/২০২০।