দারিদ্রতা প্রতিবন্ধক প্রতিভার,
অচেতন প্রতিবন্ধক চেতনার,
সমস্যা প্রতিবন্ধক সুযোগের,
ইচ্ছায় তরী বায় উত্তাল সাগরে।


ধারনার কঠিন রূপ বাস্তব,
প্রস্তাবের কঠিন রূপ কার্য,
চলার পথে তার ছায়া পড়ে,
তবু চলতে হয় ধীরে ধীরে।


অন্তর যদি চায় খুঁজে পেতে,
যেতেই হবে তখন তার মতে।
অনেক বাঁধা পথে হতে পারে,
তবুও ভয় পাওয়া যাবে না রে।


প্রাণের মাঝে মনের ভাবনা,
কভু তো সে থেমে থাকে না,
গন্তব্যে পৌঁছানো সকলেরই বাসনা
সবাই করে তাই সুযোগের সাধনা।


কেউ যেতে চায় আলোতে,
কেউ পড়ে থাকে আঁধারে;
একান্তই জীবনের সাধারে,
আছো তুমি সমুদ্রের মাঝারে।


বললেই এসে যায় ঠোঁটেতে
অভীষ্ট নয হাতের মুঠোতে,
সবকিছু পাওয়া যায় মেহনতে
আসে না উড়ে তাহা ধরা দিতে।


যদি কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাও
মনের জোরে তুমি তবে যাও।
মনের চাওয়া পাওয়া তাই হয়
ঝেড়ে ফেলো আজ সকল ভয়।


২২ শেষ আষাঢ়,১৪২৭,
ইং ০৭/০৭/২০২০,
মঙ্গলবার সকাল ১০: ০১।  ১০৭৯, ২৬/০৭/২০২০।