প্রতিভা লুকিয়ে থাকে অন্তর মাঝে,
সুযোগ পেলেই প্রকাশ পায়;
এ যে  ঝর্ণা ধারার মত,
আপন গতিতে ধায়।


রাতের অন্ধকার পেরিয়ে দিনের আলো,
এ যেন হাস্যজ্জল সূর্যোদয়;
কভু তারে মেঘে ঢাকে,
কভু থাকে অন্তরময়।


দেখো জগৎটাকে হয়ে অবাক বিস্ময়,
তারাগুলো ছুটিছে আপন মনে;
তাঁরা মিলাতে মিলিতে চায়,
ভিতর- বাহিরের সনে।


সৃষ্টির স্রষ্টা সে অমোঘ দ্রষ্টা,
দিয়েছে মননের অধিকার;
ভাবনায় সৃষ্টি তার,
এই সেই প্রতিভার।


২৬ ই আষাঢ়, ১৪২৬,
ইং ০৩/০৭/২০১৯,
মঙ্গলবার, সকাল ১০ টা। ৭২৪ তাং ০৩/০৭/২০১৯।