প্রেম যেন এক স্বর্গীয় ফুল,
ফোটে হৃদয় মাঝে;
শয়নে-স্বপনে দেখা যায় তারে,
জীবনের সকল কাজে।


অনুভূতির মাঝে লুকিয়ে থাকে,
প্রেমের দুঃখ বেদনা;
ভালোবেসে তুমি কষ্টই পাবে,
তবুও তুমি কেঁদোনা।


ফুলের পাপড়িতে শিশির বিন্দু,
পরশে তোমার হবে যে সিন্ধু,
বইবে হৃদয়ে জোয়ার ভাটা;
আনন্দ, শিহরনে মনে হবে,
তুমি ছিলে ঐ কবে মিলেমিশে,
এখনও ছবিটা হৃদয়ে আটা।


যতদিন তুমি রইবে বেঁচে,
সে সৌরভ ছড়াবে ভালবেসে,
তাঁরে পাবে খূজে চাদ-তারায়;
এমন বাধন বাঁধবে কে,
ভালবাসার সেই তো সে,
হারিয়ে ও যেন সে না হারায়।


১লা কার্তিক, ১৪২৬,
ইং ১৯/১০/২০১৯,
শনিবার, ভোর ৫ঃ৩০মিঃ। ৮১৯, ২৬/১০/১৯।