শুক্ত থেকে মুক্তা তুলে,
           গড়লে নতুন মালা;
আগুনে পোড়া সোনার ঝলক,
           হৃদয়কে দেয় নাড়া।


বাগদাদি গোলাপ গন্ধ ছড়ায়,
           রূপের বাহার লয়ে;
প্রেমের অঞ্জন চটুল নয়ন,
            বসন্ত আনে বয়ে।


প্রেম সে তো হৃদয় দোলায়,
         যেন ঝর্নার বারিধারা।
নূপুরনিক্কন শুধু শুনিতে যে পাই,
          না যায় তারে ধরা।


তাকায়ে সুদুর, প্রকৃতির পানে
          হৃদয়ে বাজে বাঁশরী;
আহারে পরান, এমন জীবন,
         কেমনে থাকিব পাসরি।


৩১শে আষাঢ়, ১৪২৪,
ইং ১৬/০৭/২০১৭,