যেন প্রেম ধূসর মরীচিকার হেম,
         শত দুঃখে বারে বারে পেতে চাই তারে;
আমি একা নই শুধু প্রিয়তি তুমিও,
          ঘুরে ফিরে এসে দাড়ায়েছি সেই দ্বারে।


নীল আঁচল বিছায়েছ সমুদ্রের বুকে,
            ডেকেছিলে আপন করে অস্ত রবিরে;
এই সেই অভিপ্রায় দীনতার রূপ,
         বুঝি সোনার জলেই সাজাবে নিজেরে।


প্রাণের মাঝে রয়েছে অতৃপ্ত বাসনা,
            যারে পেয়েছিলে সেই প্রভাত বেলায়;
জানি তুমি পেতে চাও একান্তেই তারে,
                  দীনতা হীনতা নয় হারাবার ভয়।


হার মানা হার পড়ে নিজের গলায়,
           চেয়েছিলে ভাসিতে ঢেউয়ের ভেলায়;
আকাশ-কুসুম বুঝি গন্ধ ছড়ায়,
                 মধুর মিলন হবে সন্ধ্যা বেলায়।


কি যে কথা, কি যে ব্যাথা, কি যে তার রূপ,
        কোনখানে, কোন পথে, কে জ্বালাবে ধুপ;
কিসের সাধন সাধা আছে কোথা বাঁধা,
           কি করে পাবে তুমি-ঐ সেই অপরূপ?

২০ শে অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ০৭/১২/২০১৮,
শুক্রবার ভোর ৭টা।