প্রেমে অন্ধ, বন্ধ করে,
              চেতনার দরজা;
ভাল মন্দ বোঝে নাতো,
           দম্ভে বলে সরে-যা।


পিপিলিকা পাখা মেলে,
          উড়ে আসে আগুনে;
মানুষেরা বোঝে তাই,
             বসন্তের ফাগুনে।


ভালবাসা কারে দেবে?
           রূপকে না গুনকে;
দীনতা তো উভয়েই,
            জিজ্ঞাসে মনকে।


সুন্দর ছড়ায় দ্যুতি,
            নব রবি কিরণে;
আকর্ষন, বিকর্ষন,
             সবই হয় মিলনে।


ওরে মন তুই থাক,
            ভেসে ঐ জোয়ারে;
ভাটা যেন না ছোঁয়,
             জীবনে তোমারে।


২২শে বৈশাখ, ১৪২৪,
ইং ০৬/০৫/২০১৭,
শনিবার, বিকাল ৩.১০।