(১)
কৃষ্ণ নামে মাতোয়ারা,
তাইতো সবাই ঘরছাড়া;
প্রেমে পাগল আমরা সবাই,
বলি সখী ক্ষণিক দাঁড়া ।
                (২)
হৃদয় মাঝে আবেগ বড়,
হয় প্রেম প্রীতিতে জড়োসড়ো,
পাগল পরান ছুটে বেড়ায়,
ভাবে মানুষ কেমন তর?
                (৩)
প্রেমের ছোয়া লাগলে প্রাণে
মন নেচে ওঠে গানে গানে,
আকুল প্রাণ ব্যাকুল হয়,
সংগীতের ওই সুর সাধনে।
                (৪)
কালিদাস আর ওমর খৈয়াম,
প্রেম বিহারে একই যে নাম;
রবীন্দ্রনাথকে সাথে নিলে,
পূর্ণ হয় সেই প্রেমের ধাম।
                  (৫)
যুগশ্রেষ্ঠ ওই প্রেমের কবি,
এঁকে গেছেন নানান ছবি,
সনাতন সেই ভাবনা চিন্তা,
এই জগতময় ছড়িয়ে রবি।
                  (৬)
প্রেম ভালোবাসা যতদিন রবে,
তাঁদের কথা মনে হবে;
ভুলতে কেউ পারবে না আর,
ওই চন্দ্র-সূর্যের মতই সবে।
                  (৭)
প্রেমের চোখে রং মেখে,
সবাই তাঁরা রইবে জেগে;
রঙিন আলোয় মাতিয়ে দিয়ে,
ছুটবে ঝরনা আপন বেগে।
                  (৮)
আর সমুদ্রেতে মিলবে এসে,
প্রেমের ভেলায় ভেসে ভেসে;
পাল তুলে সেই উতল হাওয়ায়,
ওই আবেগ ভরা হৃদয় বশে।


১৯শে ভাদ্র , ১৪২৮,
ইং  ০৫/০৯/২০২১
রবিবার সকাল১০:২৫।১৪৩১, ০৬/০৯/২০২১।