যে কলি জন্ম নেয় যৌবনের আগে,
        ভালবাসা মাগে-
        সঙ্গিতের রাগে।  
  
ফুল হয়ে ফোটে ঐ হৃদয় কাননে,
      বিধাতার দানে-
      আপন মননে।


সৌরভ ছড়ায় ফুল নানান বাহারে,
       পেতে তাঁহারে-
       পরাণ আহারে!


অস্তাচলে দিনমণি, শুনি উলুধ্বনি,
     সন্ধ্যাবেলায় তুলসীতলায়,
        প্রাণের মেলায়-
         হৃদয় দোলায়।


জগৎ জুড়ে শুধুই ভালবাসাবাসি,
      পরাণে পরাণ রাখি,
      থাকেনা কিছুই বাকী,
বুকের মাঝে প্রেমের ছবি আঁকি।