প্রেমের মূল্য বুঝতে গেলে,
   প্রেমিক হতে হয়;
হেথায় যৌন লালসা নিয়ে,
  প্রেমিক হওয়া দায়।


প্রেম যে শুধুই দেওয়ার বস্তু,
    নেওয়ার বস্তু নয়;
এ যে বিলায়েই আনন্দ বেশী,
    মানব সমাজ কয়।


নিজ অর্জিত সম্পদ কতটুকু-
   নিজে ভোগ কর;
অন্যের ভোগে লাগলে তাহা,
  আনন্দ উত্তর উত্তরও।


নিজের হাসির মূল্য কোথায়,
   পরের হাসির কাছে;
পর যে তোমার আপন হয়,
    শুধুই ভালবেসে।


১৩ই ফাল্গুন, ১৪২৪,
২৬শে ফেব্রুয়ারী, ২০১৮,
সোমবার, বিকেল ৩টা।  বি,কে ৪০৯।