এ কাব্যের কাব্য লক্ষী কপোতাক্ষ নদ,
যার পারে সৃষ্টি হল মেঘনাদ বধ।
ধন্য মানি স্রষ্টা তুমি, সৃষ্টি তব সাথ,
কাব্যধারা সৃষ্টিকার্যে কাটে কত রাত।
সেই দুঃসহ রজনী হেথা দিল আনি,
আমাদের প্রাণহরা, শুনি কত বাণী।
অভিভূত বিশ্ববাসী প্রবর্তনে তাহা,
প্রাণের আকুতি ভাসে ছন্দে ছন্দে আহা!


বাঙালি দিয়েছে তাঁরে স্রষ্টার সম্মান,
ভালোবেসে কাব্যধারা দিয়ে মন প্রাণ।
কাব্যে অসাধ্য সাধন সমুন্নত শির,
থাকুক হৃদয় জুড়ে কবিতা কবির।
অনাদি অনন্তকাল সুধা সঞ্জীবন,
সতত প্রেরণা দাতা শ্রী মধুসূদন।


২৩ শেষ ভাদ্র,১৪২৭,
ইং ০৯/০৯/২০২০,
বুধবার সকাল ১০ টা । ১১৩০, ১৫/০৯/২০২০।