সময় কালের আজব ফেরি,
কেন রাত বারোর পরে প্রভাত বলি?
প্রভাত হতে অনেক দেরি ।


সূর্যের আলোয় রাত্রি কাটে
বাসার পাখি বাসা ছাড়ে;
হীরার টুকরো ঝলসে ওঠ
শিশির ভেজা ঘাসের পরে।


মধুর প্রভাত আসুক তবে
ওই অন্ধকারকে দূরে ঠেলে;
উড়ুক পাখি নীল আকাশ
মনের আনন্দেতে পাখা মেলে।


শুভ হোক দিনের আলো
সেই অন্ধকারকে হারিয়ে দিয়ে;
প্রানের সাথে প্রাণ মিলিয়ে
বাঁচুক মানুষ আনন্দ নিয়ে।


১৯ শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ০৬/১২/২০২২,
মঙ্গলবার রাত ১২:৪১। ১৮৫১, ০৯/১২/২০২২।