ভালো চাইলে মন্দ আসে,
ভালো-মন্দ আছে মিশে,
এই সনাতন এর দেশে;
একক ভালো, একক মন্দ,
যেন ধর ছাড়া সেই স্কন্ধ,
আসে নেমে ভুতের বেশে।


আসুক দুঃখ, আসুক কষ্ট,
এই মানুষ হোক কর্মনিষ্ঠ,
কর্মচঞ্চল হউক প্রগতি;
জয় পরাজয় আসুক ধরায়,
আর প্রগতি হোক ঊর্ধ্বমুখী,
এটাই উন্নতির স্বগতোক্তি।


৭ ই ভাদ্র, ১৪২৬,
ইং ২৫/০৮/২০১৯,
রবিবার সকাল ৬:৩০ মি:।৭৬৬,তাং ২৭/০৮/২০১৯।