প্রকৃতি বাচাও নিজে বাঁচো,
স্লোগানটা শুনতে পাই।
স্বার্থপরতা এনে ধরায়,
মানুষের শক্তি হচ্ছে ক্ষয়।


বুঝবো কবে আমরা মানুষ?
আমরা কি ভাই শুধুই ফানুস?
বুঝতে হবে ভাবতে হবে,
বিবেকটাকে জাগাতে হবে,
তবেই নিজেকে বলবো মানুষ।


নিজে বাঁচো অপরকে বাঁচাও,
হাতে হাতে সেচো নাও,
পাড়ি দিতে হবে অথৈ সাগর।


শখের এই জীবন নিয়ে
দাঁড়িয়ে মোরা মৃত্যুর দ্বারে,
তবু কেন আপন কে পর করো?


হাতে হাতে ধরে ধরে,
বলো - চলো পরপারে,
পরম শান্তি পাবে মনে;
উঠুক বেজে সেই সুর
মোদের সবার গানে গানে।


বাঁচুক প্রকৃতি, বাঁচুক জগত,
হোক সেটাই মানুষের শপথ,
এই কঠিন জীবন পথে।


৭ ই ভাদ্র,১৪২৬,
ইং ২৫/০৮/২০১৯,
রবিবার, সকাল ৮টা।৭৬৫, ২৬/০৮/২০১৯।