সৃষ্টিতে প্রেম ধ্বংসে প্রেম,
               প্রেম এই জগৎময়;
সুখে প্রেম, দুঃখে প্রেম,
             প্রকৃতি প্রেম বিলায়।


ওই জাতি ধর্ম নির্বিশেষে,
                       প্রেম হৃদয় ধন;
প্রেম বিনা কোথা পাবে,
                   এই মনুষ্য জীবন?


প্রেমে পাগল প্রেমিক বন্ধু,
             ঐ সেই প্রকৃতির টানে;
তাই-নুপূর পায়ে ঝর্নাধারা
         ছুটে চলে সমুদ্রের পানে।


জীবন সৃষ্টি জড় থেকে,
                       অপূর্ব সেই প্রেম;
বন্ধুর স্মৃতি বহন করে,
                  ঐ অনামিকার হেম।


২রা শ্রাবন, ১৪২৪,
ইং ১৯/০৭/২০১৭,
বুধবার, সকাল ৮:০৮। ১০৭৫, ২২/০৭/২০২০।