এই তো রবির খেলা-
প্রভাত বেলায় পূব আকাশে;
আলোয় আলোয় সবাই ভাসে।


সাঁঝের বেলায় অস্তাচলে-
সিঁদুর রঙে রাঙ্গিয়ে দিয়ে,
জীবন শেষের তরী বেয়ে,
একাই অসীম পানে যায় ভেসে।


আমরা শুধুই চেয়ে থাকি,
কখন কাটবে দুঃখের রাতি,
প্রভাত হবে আলো দেবে,
আমাদের এই ধরণীকে ভালবেসে।


যেমন –
বৈশাখে রুদ্র রূপে জ্বালিয়ে ধূপে,
গন্ধ ছড়ায় দিকে দিকে,
আপনি মাতে, জগৎ মাতায়;
এ রূপ দিয়েছে কোন বিধাতায়?


ফুল বাগানে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে
রঙ্গিন ডানায় পাখা মেলে,
বেড়ায় ঘুরে ছন্দ তালে।


দখিন মলয় দোলন জাগায়,
গাছের শাঁখায়, পাতায় পাতায়,  
              সেই বৈশাখে।


শ্রাবণ মাসে অঝোর ধারায়
কান্না ঝরে বৃষ্টি রূপে।
সবার চোখে তাই না দেখে,
প্রকৃতিটা দুঃখের ভারে আঁধার ঢাকে।


প্রভাত বেলায় অস্ত-রবি,
দুঃখের সাগরে ভাসায় ছবি,
               চোখের জলে।


৭ই ভাদ্র, ১৪২৫,
ইং ২৪/০৮/২০১৮,
শুক্রবার, রাত ১২টা। ৫৮৮ তাং ২০/০৯/২০১৮