ভালবাসে মোরে সরষের ক্ষেত,
           ভালবাসে মৌমাছি;
প্রকৃতির মাঝে কত রূপ-রস,
         দেখিতেছি হেথা বসি।


প্রজাপতিরা দল বেঁধে আসে,
         ফুলের মধুর লোভে;
পাখায় তাঁদের রূপের বাহার,
     আহা!নিরুপম রূপে শোভে।


শেয়াল ডাকিছে পাশের বাগানে,
      আজানের ধ্বনির সাথে;
প্রকৃতই যেন একাত্ম হলো,
         সহমর্মীতায় মিশে।


রৌদ্র রঙের ফুলে ফুলে,
       সেজেছে সরিষা গাছ;
নীল রঙের ফুলে অপরূপ রূপে,
     দেখি মটরশুঁটির সাজ।


রূপে রূপে রূপময় ধরা,
       পাবেনা কোথাও আর;
প্রাণ ভোলানো প্রকৃতির রূপ,
       কোথায় দেখেছ কার?


প্রকৃতি শেখালো ভালবাসাবাসি,
    বুঝিলাম সাঁঝের বেলায় এসে;
তাই বোলে যাই সময় তো নাই,
    আর থেকোনা তোমরা বসে।


২৮শে পৌষ, ১৪২৪,
ইং ১৩/০১/২০১৮,
শনিবার, বেলা ১২.৩০টা।