প্রশ্নের পর প্রশ্ন আসে,
এ কি মানুষের কৃতকর্মের ফল?
নামে মানুষ মানবতাহীন,
লোভ-লালসাময় এক পশুর দল।


চীনে যখন রক্ত ঝরে,
ডলার ইউরও তখন আনন্দ করে;
আবার দিনের পরে যখন রাত্রি আসে,
চীন, কিউবা, এসে আলো ধরে।


মানুষ যদি মানুষ হতো,
ধরায় দুঃখ যাতনা মুছে যেত;
থাকতো না ধর্মে, বর্নে, ভেদাভেদ,
মানুষ মানুষের বন্ধু হতো।


হিন্দু মৌলবাদ রামলালার পুজো দেয় আর
মুসলিম মৌলবাদ মোহাম্মদকে স্মরণ করায়
হাজারে হাজারে জড়ো হয়ে,
এরাই সমাজের ধর্মের নামে বিষ ছড়ায়
এই অচেতন মানুষই আজ মৃত্যুর দোরগোড়ায়।


মানুষ আর মানবসভ্যতা থাকে বেঁচে মানবতায়,
ভয়াল দয়াল এই করোনা তাহাই শেখায়।
ধনী-গরীবে নাই কোন ভেদাভেদ
জন্ম মৃত্যুতে নাই অর্থের মেদ,
তবে কেন ধর্ম বর্ণ, মানুষ মানুষে এত বিভেদ?


ধনী-গরীব রাষ্ট্রের সীমানা,
ভেঙে দিয়েছে মারণ করোনা,
তবুও মানুষ মানুষের ভালো তো বোঝেনা?


২১ শেষ চৈত্র, ১৪২৬,
ইং ০৪/০৪/২০২০,
শনিবার বেলা ৯:৩০। ৯৬৭, ০৬/০৪/২০২০।