প্রভতের আলো, ভাসিয়ে নিল ,
            রাতের অন্ধকার ;
বিভীষিকাময়, জীবনের ভয় ,
          খুলিয়া দিয়েছে দ্বার ।


নীরব পৃথিবী,জাগিয়া উঠিল ,
          বিহগের কলতানে ;
চঞ্চল প্রাণ,ধরিয়াছে গান ,
          ভরিল চ্ছন্দ বানে ।


এমন ধারা,পেয়েছে যারা ,
         হৃদয় বীণার তারে ;
প্রানের জোয়ার,হলো ভরভর ,
        ধরিয়া রাখিতে নারে ।


কোথা গেল হায়!জীবনের দায় ,
         আঁধার নিশার শেষে ;
কাজে চঞ্চল,প্রাণো উচ্ছল ,
         এই আনন্দময় দেশে ।