তুমি জান যারে,
       আমিও চিনি তারে;
সেও চেনে জানে,
        তোমারে আমারে।


তবু যেন দূরে দূরে,
বেড়ায় সে ঘুরে ঘুরে;
         মনে লয়ে ব্যথা;
প্রাণ খুলে যত কথা,
হৃদয়ের ভালবাসা,
      বলিতে পারেনা হেথা।


সময় এসেছে খোলার,
এ বাঁধন খুলিতে ভোলার,
      সবে মিলে এক সাথে;
দেরি নয়, দেরি নয়,
ছুঁড়ে ফেল সব ভয়,
      মিলে মিশে চলো পথে।


পার হতে শত বাঁধা,
মনে মনে তাই সাধা,
      চলো সবে একসাথে যাই;
পুরানো সেই সংস্কার,
ফেলে দিয়ে সব ভার,
       আনন্দে খুঁজি যেন তাই।

২৩শে ভাদ্র, ১৪২৪,
ইং ০৯/০৯/২০১৭,
শনিবার, সকাল ৮টা।