ফুল যদি ফোটে, মধু তাতে জোটে,
             অন্যথা হবার নয়;
মধু লোভে অলি, খেলিবে যে হোলি,
            গুনগুনিয়ে গান গায়।


জীবনের ধারা হয় না তো হারা,
        প্রকৃতির নিয়ম তাই;
ফুল, অলি, মধু, প্রিয়তমা বধু,
       পুরুষ প্রকৃতিতে পাই।


জীবন মানসে শুধুই সৃষ্টিরা হাসি,
        ক্রমে বাস্তবে প্রকাশিতে;
তাই পুরুষ প্রকৃতি হয় তার সাথী,
        ভালবাসার মধুর রাতে।
      
সৃষ্টির খেলা, আনন্দের মেলা,
         ঐ মিলনের সার্থক হয়;
আহারে জীবন! আহারে সৃষ্টি!
          সুখে-দুঃখে মিশে যায়।


২৯ শে জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং ১৩/০৬/২০১৯,
বৃহস্পতিবার  রাত ১১.৩০মি:। ৭১৫ তাং১৫/০৬/২০১৯।