নিজের ঢাক নিজেই পেটায়,
      আর পেটায় নাতো কেউ;
তাই জনগণের পুষ্যিরা আজ,
       শুধুই করছে ঘেউ ঘেউ।


এই দেশের প্রভু জনগণ,
     তাঁর ঢুকছে ঘরে চোর;
পুষ্যিরা আজ নীরব কেন,
    তাদের কোথায় বাঁধা ভোর?


বলি-পুষ্যিরা তো নি:স্ব নয়,
      আছে প্রভুর ছত্রছায়ায়;
ওরা কৃতজ্ঞতাবোধ সব হারায়ে,
      নিজ ভাবনায় বাঁচতে চায়।


যদি এমনি করেই দেয় প্রতিদান,
       উভয়ের কি থাকবে মান?
তাহলে নতুন করে ভাবতে হবে,
       প্রভু ভৃত্যের কি প্রয়োজন?


১৯ শেষ জৈষ্ঠ্য, ১৪২৭,
ইং ০২/০৬/২০২০,
মঙ্গলবার সকাল ১০: ৩২। ১০৩৪, ১১/০৬/২০২০।