সবার যদি ধ্বংস চাও
ধর্ম জাতের পথটা দেখাও,
         কষ্ট তোমার করতে হবেনা;
যাদের কষ্ট তারাই করবে,
বিবেক বোধ সব হারাবে,
       রাম নামের প্রয়োজন হবে না।


এমন মন্ত্র কোথায় পাবে,
মনে মনে পুড়ে মরবে,
                      দহন জ্বালা কেউ বুঝবে না;
কুট চাণক্যের কেমন মন্ত্র,
মানুষ মারার এমন যন্ত্র,
                    আর দ্বিতীয়টা খুঁজে পাবে না।


ধর্ম জাতের কেমন বিচার,
বন্ধু ত্যজে সব শিষ্টাচার,
                     আপন মারতে হয়না পিছুপা;
এমন মন্ত্র আর পাবে না,
বেআব্রু হয় বেজাতের মা,
                     দেশের শাসক লাগায় না গা।


কোর্ট কাচারি সবই আছে,
পুলিশ-ক্ষমতাবানের কথায় নাচে,
          বিধর্মী আর নিচু জাত পায়না বিচার;
ওরা তো আর মানুষ নয়,
তাই অত্যাচারে কিসের ভয়,
        ক্ষমতাবান ভুলে গেছে এসব শিষ্টাচার।


আছে দুর্বলের ওই ভগবান,
জীবন শেষে দেবে টান,
                        তখন ধর্মাধর্ম কিছুই রবে না;
মৃত্যুর পরে এক শ্মশানে দাফন হবে,
নয়তো একই কবরখানায় কবর দেবে,
                 সেদিন রাজা উজির সমান হবে না?


২৩ শে কার্তিক, ১৪২৬,
ইং  ১০/১১/২০১৯,
রবিবার, বিকেল ৫টা। ৮৩৫, ১৪/১১/২০১৯।