রবির কিরণ আজ পড়িতেছে  খসি,
দিপ্তীময় তাই বাংলা দেখি হাসিখুশি।
কবিতা প্রবন্ধ গান শুনি মুখে মুখে,
নিজেরে রেখেছি ধরে তাই বড় সুখে।
তীর্থ ভূমি ওই সেই শান্তিনিকেতন,
সুখে-দুখে জেগে ওঠে বৈশাখ, শ্রাবণ।
এরকম তীর্থভূমি, কোথা পাবে তুমি?
গুরু-শিষ্য ওঠে জেগে, তাই মোরা নমি।


সৃষ্টির ধারায় মেতে ঐ অমর কুঠি,
শিষ্য গুরু মিলেমিশে এক সাথে জুটি।
সৃষ্টির বৈচিত্র ধারা দেখি মোরা হেথা,
শাল, বেল, বৃক্ষরাজি কেহ নয় বৃথা।
ফুলে ফুলে সুশোভিত শান্তিনিকেতন,
শান্তি মেলে গেলে হোথা, মায়ের মতন।


২৪ শেষ ভাদ্র ১৪২৭,
ইং ১০/০৯/২০২০,
বৃহস্পতিবার সকাল ৬টা। ১১৩১, ১৬/০৯/২০২০।