নেতা-নেত্রী সবাই ছোটে গদির লোভে;
           জানেনা রাজনীতিটা কি?
কি-ই বা ওই রাজনীতির মর্মার্থ?
            তাহা আজও বোঝেনি।

এখন রাজনীতিটা নীতির বারা,
তাই সমাজ সেবায় এমন খরা,
          আনছে বয়ে তাদের হয়ে।


বন্যা যেমন ভাসিয়ে দেয়,
মহামারির হয় যে প্রলয়,
           দেশ, জাতি ভাসে বানে;
শুধুই ব্যক্তি স্বার্থ তারা জানে,
ওরা ভাবলো না-
          রাজনীতির কি বা মানে।

নীতির সেরা রজনীতি যে,
          দেশ, জাতির মঙ্গল করে,
নিজের সুখ বিলিয়ে দিয়ে,
           পরের সুখে হৃদয় ভরে।


সবার সুখে স্বপ্ন দেখা,
রাজনীতিটা সমাজ সেবা,
নিজের নয় পরের তরে,
           সমাজ জাতি জনগণে,
তাই-ওরা বুঝবে কবে?  
        রাজনীতিটার আসল মানে।


১লা ভাদ্র, ১৪২৫,
ইং ১৮/০৮/২০১৮,
শনিবার, সকাল ৭টা। ৫৬০ তাং ২১/০৮/২০১৮।