রাজনীতিটা করতে গিয়ে,
আমরা না হারিয়ে যাই;
মানবতার বার্তা নিয়ে,
মানুষের পাশে যেন দাঁড়াই।


মানব রাজার রাজনীতি ভাই,
মনুষ্যত্ব বড় ছিল;
সেই রাজার রাজনীতিতে,
ব্যক্তি লোভ বড় হল।


আমরা কোথায় তলিয়ে যাচ্ছি,
ভাবছি না তো ক্ষণিক তরে,
মাথার বোঝা বেড়েই যাচ্ছে,
ব্যক্তিস্বার্থের বোঝার ভরে।


ভাবছি না তো মোটেই মোরা,
আজ কিংবা কাল যাব চলে;
ঘৃণার চোখে দেখবে সবাই,
ব্যক্তি স্বার্থে মত্ত হলে।


চেতন চিত্তে রাজনীতিটা
করতে হবে আজ সবারে;
দেশ ও দশের মঙ্গল তরে,
মানুষ যেন ভাবতে পারে।


রাজনীতিটা সমাজ সেবা,
দেশ,  জাতিকে ভালোবাসা,
মহান ব্রত মানবতার,
রাজনীতিতে তাইতো আসা।


৯ই ফাগুন, ১৪২৫,
ইং ২২/০২/২০১৯,
শুক্রবার সকাল ৯টা। ৬৮০ তাং ২২/০২/২০১৯