রক্ত চোষা মশাগুলো,
        রক্ত চুষে খায়;
গরীবরা তাই রক্ত দিল,
      প্রানের বিনিময়।


বিষের জ্বালা বুঝলো না,
     রক্ত চোষার দল;
সমাজটা যে নিঃস্ব হলো,
     এ কার কর্মফল?


রক্ত নিলে, রক্ত দেবে,
   আসবে সেই দিন;
গরীবরা সব অপেক্ষায়,
    মেটাতে সেই ঋণ।


৬ই চৈত্র, ১৪২৪,
ইং ২১/০৩/২০১৮,
বুধবার, রাত ১০.৪৫মিঃ । B,K, 420.


কবি বন্ধু কবীর হুমায়ূন সাহেবের কবিতা “মশা” এর মন্তব্যে আমার কবিতা “রক্ত চোষার দল,”