রেখো না নিজেকে বেঁধে,
             আর বন্ধ খাঁচায়;
জীবনের পরম দিনগুলো,
            বুঝি ঐ চলে যায়।


ক্ষুদ্র থেকে মুক্ত হয়ে-
       তুমি এসো বৃহত্তরের মাঝে;
দেখবে কত মণি.মুক্তা,
       আছে অপরূপ রূপ সাজে।


চেতনার এই দহন জ্বালা,
         আজ ছড়াক বিশ্বময়;
নতুন নতুন আলোর উৎসে,
         যাক কেটে সব ভয়।


বজ্র দিয়ে ভাঙ্গব না আর,
         আলোয় ভাঙ্গব দ্বার;
নিশার শেষে আসবে আলো,
          সেই রূপ মণিহার।


১০ই আষাঢ, ১৪২৫,
ইং ২৫/০৬/২০১৮,
সোমবার, ভোর ৭টা। ৫১২ তাং ২৬/০৬/১৮।