সুরের ধ্বনি লাগুক কানে
আছে যারা গদিতে বসে;
পরের ধনে পোদ্দারি করে
ভাসছে যারা সুখের রসে।


আমরা সবাই তুলব ধ্বনি
আর কল্পনাতে বিষাদ গুণী;
কলম, তুলি, মোদের সাথী
জগতের কাছে আমরা ঋণী।


ঋণের বোঝা কমাতে হলে
দ্রোহের সুর তুলতে হবে;
সাথের সাথী এই জনগণ
ভুলে গেলে চলবে না যে।


১৩ ই অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ৩০/১১/২০২১,
মঙ্গলবার দুপুর ১২:৩২। ২৫১৭, ০১/১২/২০২১।