ঋতুরাজের আগমনে
দোর খুলে যায় সকল মনে,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কোকিল ডাকে বনে বনে।


শীতের শেষে দখিনা হাওয়া,
বসন্তকে খুঁজে পাওয়া,
প্রাণ জুড়ানো এমন দাওয়া।


ঋতুর খেলা তাই তো দেখি,
শীতের দিনে দুঃখ মাখি
বসন্ত তে হাসিখুশি।


ফুল ফুটিয়ে যায় যে চলে,
গাছে গাছে পাতায় পাতায় কথা বলে,
মোহময় এ কোন রূপের ছলে।


মন ভুলানো রূপ নেহারি প্রকৃতিতে,
ফুলে ফুলে ভরিয়ে দিতে,
সোহাগ ভরা এই ঋতুতে।


শীতের দিনে সরষে ফুলে,
বসন্ততে গোলাপ ঝরে,
ভালোবাসায় হৃদয় হরে।


ঋতুর খেলা তাই তো দেখি,
প্রাণের সাথে প্রাণ মাখি,
যে কটা দিন আছে বাকি।


৩রা ফাল্গুন, ১৪২৬,
ইং ১৬/০২/২০২০,
রবিবার সকাল ৯টা। ৯৩০, ২৮/০২/২০২০।