এই কি! বন্ধু সৃষ্টি স্থিতি?
চোখের সামনে ভাসে;
আমরা সবাই যাব চলে,
সেই ভাবনাটাই আসে।


দুঃখের হোক সুখের হোক,
এটাই মোদের ভবিতব্য;
আমরা মানুষ যতই ভাবি,
হবে এটাই মহাকাব্য।


যেই বিস্ফোরণের সৃষ্টি হল,
সেই বিস্ফোরণের ধ্বংস;
হেথায় শুধু থেকেই যাবে,
অতীত স্মৃতির অংশ।


সবাই যারা স্বনামখ্যাত
ছিল মোদের সাথে;
একে একে সবাই গেল,
সেই আঁধার রাতে।


আলোর দিশা আর পাবো না
আঁধার মাঝে বসে;
মনের দুঃখ নিয়েই বুঝি,
চলে যাবো শেষে।


এই আলো ঝলমল পৃথিবীটা,
আঁধার হয়ে যাবে;
রূপ মনোহর প্রাণের বধু,
আসবে ফিরে কবে?


১৩ ই চৈত্র, ১৪২৬,
ইং ২৭/০৩/২০২০,
শুক্রবার সকাল ৯টা। ৯৬০, ৩০/০৩/২০২০।