অতীতের কথা মানুষের ব্যথা
         মনেতে জাগিয়া রয়;
দুঃখ বেদনায় নিজেকে হারায়,
          এ শুধুই করুণা নয়।


দিনক্ষণ মেপে আসিবে কি ঝেঁপে,
          চোখেতে অশ্রুধারা,
মথিত আবেগে সেই হৃদয়ের রাগে,
             হবে কি তাঁরা হারা?


হারানোর শেষে ওই স্মৃতির বেশে
           জেগে রবে মনে;
জাগানিয়া গান তুলিবে সেই তান,
       চারিদিকে বনে বনে।


রূপে রূপময় এই প্রকৃতি সাজায়
          বেহাগের নতুন সুরে,
দক্ষিনা মলয় প্রাণে দোলা দেয়,
          আনন্দে হিল্লোল তুলে।


১লা মাঘ১৪২৬,
ইং ১৬/০১/২০২০
বৃহস্পতিবার বেলা ১০:৩৫। ৯০৪, ০২/০২/২০২০।