এই আসা-যাওয়ার খেলাঘরে,
         কত সময় পেলে খেলিবারে,
                   দেহের ক্ষুধা, মনের ক্ষুধা,
                              তোমার মত সব মেটালে।


হেথায় কি করলে? কি চাইলে?
         কভু কি তার হিসাব নিলে?
                 যারা তোমার জন্য জীবন দিলে,
                        তুমি তাঁদের তরে কি ভাবলে?


ঘর, সংসার, ছেলে, মেয়ে,
         আত্মীয়-স্বজন তাদের পেয়ে,
                    ন্যায়-অন্যায় ভুলে গিয়ে,
                               কোন পাকে ডুবে গেলে?


হিসাব যখন দিতে হবে,
          দৃষ্টি তোমার ঝাঁপসা হবে,
                 যোগ, বিয়োগ গুন, ভাগ,
                         কিছুই তোমার মিলবে নারে।


রোজ কেয়ামত, পাবে কি রেয়াত?
        থাকবে ন্যায়, অন্যায় তোমার সাথ,
               অগ্রজদের  রক্তঋণ করতে শোধ,
                      ধরায় কি করেছে তোমার বোধ?
                      
সময় তুমি অনেক পেলে,
       চেতনার দায় কতটুকু নিলে?
               শুধু ভোগীর ভোগ করেই গেলে,
                       হোথায় সত্য মিথ্যা কি বলবে?


১০ ইং জৈষ্ঠ্য,১৪২৭,
ইং ২৪/০৫/২০২০,
রবিবার, রাত ৯টা। ১০১৭, ২৫/০৫/২০২০।


সকল বন্ধুদের জানাই


ঈদ মোবারক


- চিত্ত রঞ্জন সরকার


হযরত মুহম্মদ দেখায়েছে পথ,
                  শোনায়েছে ঈদের বাণী;
বুঝিতে বুভুক্ষুর জ্বালা,মাস ব্যা্পী পালা,
                        জাগাতে হৃদয়খানি।  


বিভেদের সুর হয়ে যাক দুর ,
                        ঈদ পালনের সাথে;
ভ্রাতৃত্বের বন্ধনে নামুক সন্ধানে,
                        মাসব্যাপী এই পথে।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                       বুঝিতে আর্তের হৃদয়;
একফালি চাঁদ পূর্ণতা পাক,
                         এই কৃচ্ছ সাধনায়।  


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                          ওগো খোদাতাল্লা!
নতুন করে বুঝিতে দেও,
                        মানুষের হৃদয় জ্বালা।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                        বড় খুশীর এই দিন;
পৃথিবীতে নামুক একতার জোয়ার,
                       হিংসা হয়ে যাক লীন।


ধর্মে ধর্মে বিভেদ নাই,
                        কর্মে বিভেদ আছে;
হিংসা ত্যাজিয়া, প্রানে মজিয়া।
                    এসো হৃদয় হৃদয়ের কাছে।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                         ঈদের খুসিতে ভাই;
মানুষের দুঃখ দুর করে ,
                       যেন প্রানের আবেশ পাই।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                        বড় আদরের এই দিন;
ধরণী ভরুক প্রাণের পরশে ,
                          বাজায়ে হৃদয় বীণ।