লাল আবিরে সাজাতে চায়,
              গভীর দুঃখের মাঝে;
আবির না হয় রক্ত দেবে,
             মানুষের মঙ্গল কাজে।


মধু-হৈমন্তী দেয় মধুর প্রলেপ
               বিস্তৃত প্রকৃতিজুড়ে;
নদী পারে কাশবন সাজে ফুলে,
                 সেই বছর ঘুরে।


আগমণী বাণী শুনি, শুধু শুনি,
         সে কি মঙ্গলের তরে?
রূপহীন সে রূপময় হউক,
       এই মানুষের মঙ্গল করে।


১৪ই কার্তিক, ১৪২৪,
ইং ০১/১১/২০১৭,
বুধবার, রাত ৯টা।