কালের গতিতে ঝরে পড়ে সব
সময়ে ওঠে তাই আর্ত কলরব।
নাই মুক্তি থেকে ধরার শুক্তি
সনাতন বিশ্বাসে এটাই যুক্তি।
ঝরে যাবে সব আজ কিংবা কাল
তবুও না ঝরার কত কোলাহল।
প্রভাতের রবি ঝড়ে অস্ত বেলায়
আর জীবন ঝরে মৃত্যুর ভেলায়।
জেনে শুনে থাকি, না ঝরার আশায়
এই নশ্বর নদীর বালুচরের বাসায়।
ঝরার সেই কঠিন সময় এলে
কে কারে ধরে রাখতে পারে?
জেনেও জানি না, মেনেও মানি না,
থাকে বুকে লুকিয়ে অসীম যন্ত্রনা।
কাঁদি আমরা লয়ে অনন্ত বেদনা
নাই হেথা কেউ দিতে সান্তনা।
ঝরে আঁখি বসে আপন কুলায়
আঁধার ঘেরা এই নিভৃত গুহায়।
আলো কোথা পাই? আধাঁরে ঠাঁই
ক্রমে ওই মহাশূন্যে হারিয়ে যাই।


২৯ শে বৈশাখ, ১৪২৯,
ইং ১৩/০৫/২০২২,
শুক্রবার সকাল ৭:০১। ১৬৯০, ২৫০৫/২০২২।