রঙ মেখে রঙ্গিন সেজে,
সত্যকে যে পাই না খুঁজে,
            ধরার পৃষ্ঠে আমি;
তাই মনে হয়-জগৎ জুড়ে,
সাত রঙের ধন মানিক ওরে,
           সাদাই বুঝি দামি।


মিথ্যা যদি মূল্য পায়,
সত্য যদি আঁধারে রয়,
  তবে জগতের ধ্বংস রুখিবে কে?  
সত্য সাদা, মিথ্যা কাদা,
খুঁজে পেতে, একান্তেই সাধা,
  খুঁজে পাবে-সত্যকে ভালবাসে যে।


২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৫।
ইং ০৭/০৬/২০১৮,
বৃহস্পতিবার, ভোর ৬টা। ৫৩২ তাং ২০/০৭/১৮।