সাহায্য, সহযোগিতা, মানুষের গুণ,
মানবতা, মনুষ্যত্ব, বাজায় সে ধুন,
মানুষ বোঝেনা ওই, রাগ ব্যবহার,
সংকট সমুদ্র থাকে, সম্মুখে তাঁহার।
কঠিন, সঙ্গীন হয়, সর্বনাশা সব,
চারিদিকে হাহাকার, ওঠে কলরব।
দুর্বিপাকে জাগে প্রাণ, মুক্তি পায় মন,
আত্মার আত্মীয় খোঁজে, উত্থিত তপন।


যেথায় লাচ্ছিত থাকে, যায় ছুটে তথা,
অনাথের নাথ হয়ে, বুকে নিয়ে ব্যথা।
পারেনা থাকিতে ঘরে, ছুটে চলে যায়,
পরকে আপন করে, বুকেতে জড়ায়।
সাহায্যের হাত মেলে, যতটুকু পারে,
হৃদয় খুলিয়া দেয়, সকলের তরে।


২৭ শে ভাদ্র, ১৪২৭,
ইং ১৩/০৯/২০২০,
রবিবার, রাত ১২টা। ১১৩৫, ২০/০৯/২০২০।