শক্তি যতদিন  আছে ,ভাবি শক্তির জোরে;
             দূর্বল হলে ভাবি- যুক্তির ভরে।
জীবন সন্ধ্যায় ভাবি এলো বুঝি নিতে সেই-
              যমরাজের দুত, এটাই অদ্ভুত।


এত ভালবাসাবাসি- শেষ হবে জীবনের শেষে আসি,
          ভাবিতে মন কষ্ট পায়;
শক্তির মদ মত্ততা, যুক্তির কঠিন সত্যতা অবশেষে,
          সবাইকে মেনে নিতে হয়।


আগুনের দহন শক্তি, যুক্তির দহন মুক্তি,
           পারিবে না বাঁধিয়া রাখিতে কেউ;
ভাসায়ে নিয়ে যাবে, দিন আসিবে যবে,
           উদ্ভাসিত হবে যুক্তির মন্ত্রমুগ্ধ ঢেউ।


২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৫।
ইং ০৮/০৬/২০১৮,
শুক্রবার, ভোর ৯টা।   530 dtd 18/07/18.