ক্ষুদ্র জীব ক্ষুদ্র চিন্তা, থাকি ক্ষুদ্রে সীমাবদ্ধ,
রসেবশে আছি বেশ, সীমানায় হয়ে রুদ্ধ।
ভাবিতে পারিনা আমি, ওই বৃহতের কথা,
বৃহতের পানে চেয়ে, বুকে লাগে বড় ব্যথা।
ব্যক্তিস্বার্থ, ব্যক্তি মত, ব্যক্তিকে রেখেছে ঘিরে,
কী সম্পদ লুক্কায়িত, নজরের অন্তরালে?
দিগন্তজোড়া অনন্ত, কত কিছু কথা কয়,
আমার সীমানা ভেঙে, যেতে লাগে বড় ভয়।


রেখেছে সংস্কার, ধর্ম, পায়ে দিয়ে লৌহ বেড়ি,
কী করে ভাঙিব তাহা, কেমনে যাইবো ছাড়ি?
জন্ম থেকে শিখি যাহা, এই রক্তে থাকে মিশে,
আমার আমিকে পিছে, মারে টান অনিমিষে।
ক্ষুদ্র গণ্ডি, ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্রেই রেখেছে বেঁধে,
সেই বৃহতের কথা, আসেনি কখনো সেধে।
আজ দিন শেষে এসে, ভাবি একা একা বসে,
জটিল কুটিলতার, সমাধান হবে কীসে?


৪ ই আশ্বিন, ১৪২৭,
ইং ২১/০৯/২০২০,
সোমবার সকাল ৮ টা। ১১৩৮, ২৩/০৯/২০২০।
প্রিয় কবি বন্ধু অজিত কুমার কর এর উৎসাহে আমার এই উপস্থাপনা।