দুইশত বছর আজ অতিক্রান্ত ঈশ্বরের,
বাস্তবে রূপ দিয়েছিল ভাবনা পরাশরের।
তবুও আঁধার কাটেনি আজও সমাজের,
নারীর মুক্তি মায়েদের মুক্তি ঘটেনি মোদের।

আমরা পরশুর কুঠার হারাইনি কভু,
ঈশ্বরের দিশা ভুলে, মায়ের বুকে,
                                   আঘাত হেনেছি তবু।

আমরা পশু পাশবিকতায় উদ্বুদ্ধ মন,
তাহার জন্য বাজি রাখতে পারি
                       জীবনের সকল অর্জিত ধন।

কেউ কাঁদে, কেউ হাসে,
                     কেউ তাকায় থাকে নির্বিকারে;
রানী রাসমণি ফেলেছে চোখের জল,
                       সমাজের নারির মুক্তির তরে।

নারীর উপর অত্যাচারের কোন বিচারে?
                      গোরা বামুনেরা আজও হাসে
দুঃখের রাত ভাবতে গিয়ে রাজা রামমোহন,
                       চোখের জলে আজও ভাসে।

প্রথা সতীদাহ এখনো ভুলেনি কেহ,
                  ভুলেনি রাজা রামমোহনের দান;
ঈশ্বর করেছিল বিধবা বিবাহের প্রচলন,
                বুঝেছিল দুঃখী অনাথ নারীর মন।

এইতো সমাজ এইতো সংস্কার ,
    ভাবতে পারে কি, দেশের মানুষের সরকার?
ওরা ব্যক্তিস্বার্থের প্রতিনিধিত্ব করে,
     তাই ভাবনার পরিবর্তনের একান্ত দরকার।

৯ ই  আশ্বিন, ১৪২৬,
ইং ২৭/০৯/২০১৯,
শুক্রবার, বেলা ১০টা। ৭৯৫, ০১/১০/২০১৯।