নয়তো আমি, নয়তো তুমি,
নয়তো হোলি খেলা;
সমাজসেবা সেই সনাতন,
গুণের এক মেলা।


চরিত্রের ওই বৈশিষ্ট্য গুলো
ধর্ম বলে জানি;
গুণগত সেই মনের কথা,
সমাজসেবায় মানি।


আমার দুঃখ অনেক ছোট,
অন্যের দুঃখ থেকে;
পরের দুঃখ চাই সরাতে,
শুধুই দিনরাত্রি জেগে।


ভালবেসে ডাকলে কাছে,
পরও আপন হয়;
উজার করে দিতে তাঁরে,
থাকে না সংশয়।


হিংসা দ্বেষে আপনও যে
পর হয়ে যায়;
সমাজসেবা ভালোবাসা,
কঠিন মনে হয়।


১৩ ই আশ্বিন, ১৪২৮,
ইং ৩০/০৯/২০২১,
বৃহস্পতিবার বিকেল ৩:৫০। ১৪৫৮, ০৩/১০/২০২১।