সকালের কাজ সকালে করো,
দুপুরে সে কাজ হবে নাকো।
দুপুরের কাজ অস্ত বেলায়,
ওই অন্ধকারে দিশা হারায়।


প্রকৃতির এই কঠিন নিয়ম,
সময়ের সাথে বাঁধা জীবন।
জগৎ-সংসার নিয়মের দাস,
পারেনা কেউ ধরতে রাশ।


আমরা শুধুই খেলার পুতুল,
ক্ষমতা মোদের নয় যে প্রতুল।
কঠিন বাসে, কঠিন আশে,
বেঁচে আছি কালের তাসে।


কালের সাথে তাল মিলিয়ে,
জীবন চলে সব বিলিয়ে।
আর ব্যতিক্রম হলে পরে,
জীবনটাই যে ঝরে পড়ে।


২০শে আষাঢ়,১৫২৮,
ইং ০৫/০৭/২০২১,
সোমবার বেলা ১২:৩৭।  ১৩৬৮,  ০৫/০৭/২০২১।