সময় যায়, সময় আসে,
বইছে ধীরে কালের গতি,
শুরু থেকে কোথায় শেষ
আমরা দেখি শুধুই জ্যোতি।


কালের তালে ঋদ্ধ হয়,
ওই বয়সটা কিছুই নয়;
শিশু বৃদ্ধ একই জায়গায়
সেই কথাটা কালই কয়।


সবুজ থাকুক হৃদয় মন
এই দেহ হরিদ্রা হবে;
আর মনুষ্যত্বের সেই মননে
প্রাণের আকুতি রবে।


২৪শে পৌষ, ১৪২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার বেলা ১১:১৫। ১৫৬২, ১৫/০১/২০২২।