সময় এসেছে আজ মিটাতে হবে জীবনের ঋণ,
ধীর পদক্ষেপে চলে যায় এক একটা দিন।


বিস্ময়ে দেখি দিনের শেষে একা একা বসে,
শত শত স্মৃতির ধারা এসে জীবনসমুদ্রে মেশে।


এ কোন কঠিন মায়া জালে বেঁধেছে আমারে,
তারপর তারা হয়ে যায় হারা গভীর আঁধারে।


যত চাওয়া-পাওয়ার, যত দেওয়া-নেওয়ার
অপেক্ষায় থাকি- কেবল মাত্র শূন্য হওয়ার।


তাকায়ে শূন্যের পানে ভাসি আমি অশ্রু বানে,
নীরব ধরণী আজ বোঝাতে চায় এ কোন মানে?


হয়েছিল শূন্যেই শুরু, হবে বুঝি শূন্যেই  শেষ,
এই সেই দেশ রবেনা কোথাও আর কোনো রেশ।


দুহাত উজার করে দিতে হবে সবই ওরে,
শুধুই স্মৃতি গুলো ছড়ায় রবে ধরণীর পরে।


১২ই অগ্রহায়ণ, ১৪২৫,
ইং  ২৯/১১/২০১৮,
বৃহস্পতিবার,
সকাল ৭টা।