সমুদ্রসৈকতে দাঁড়ায় দেখি
                      দীঘল নীল জল;
সীমানা নাই, সীমান্ত নাই,
                 সাগর উচ্ছল উত্তাল।


এইতো জীবন এইতো মনন,
                   এই যে পাখির বাসা;
ঝড়ো হাওয়ায় দুলতে থাকে,
                          এ কি সর্বনাশা।


নীড়ের ডাল ভেঙে গেলে,
                      পাখিরা যায় উড়ে;
কে দেবে আশ্রয় তারে,
                     যাবে কাহার দোরে?


উড়তে উড়তে নীল আকাশে,
                       ভাসে প্রানের পাখি;
কেমনে তোমায় রাখবো বেঁধে,
                        বল প্রাণের সাকি।


৫ ই ভাদ্র, ১৪২৬,
ইং ২৩/০৮/২০১৯,
শুক্রবার, বেলা ১টা।৭৬৩, তাং ২৪/০৮/২০১৯।