সমাজে রুদ্ধতাই আজ শুদ্ধ,
হব না কি আমরা বুদ্ধ?


সামাজিক রুদ্ধতা অর্থনৈতিক রুদ্ধতা,
রুদ্ধতা চারিপাশে;
শৃংখলে বাধা আমরা সবাই,
বসে মুক্তির আসে।


কঠিন লড়াই আমরা কি ডরাই,
প্রশ্ন কি করেছি নিজেরে?
শক্তি-সামর্থ্য এর উত্তর দেবে,
বুঝি- আধারের পরে আলোরে।


কবে আসিবে বোধি? দাঁড়াবে রোধি,
এই বিপদের সম্মুখে;
হাতে হাত ধরি আমরা সবাই,
দাঁড়াবো সুখে দুঃখে।


৫ই কার্তিক, ১৪২৬,
ইং ২৩/১০/২০১৯,
বুধবার, সকাল ৬টা। ৮১৫, ২৩/১০/২০১৯।