ব্যক্তি চিন্তা, ব্যক্তি ভাবনা,
        আর ব্যক্তি ক্ষমতার প্রভাব;
ধ্বংস করে শক্তির জোরে,
        সনাতন চিন্তা-ভাবনা সব।


যে সত্য আছে কথ্য,
           দেখি না তো ভেবে;
মূল মন্ত্র, সেই তন্ত্র,
           বিলিন হলো কবে?


আদি ছেড়ে ঐ অন্ত ধরে,
             যারা ছুটে মরে;
আচারবিচার না মানে ধার,
             মরে পচে ঘরে।


অন্ত যে আদির প্রভাব,
           কে বোঝাবে কারে?
আমি বড়, সে ছোট,
           বলি শক্তির জোরে।


যখন শক্তি শূন্য, হয় ধন্য,
           অহম বোধের কাছে;
বুঝি শূধুই- সেই দিনে,  
             তাঁর শক্তি আছে।  


১৪ই চৈত্র, ১৪২৪,
ইং ২৯/০৩/২০১৮,
বৃহস্পতিবার, বেলা ১১টা।  বি,কে ৪২৯।