আমরা সবাই পথিক, খুঁজি পথ,
সঠিক পথ কোথায় পাবো?
চেতনায় আজও পাইনি সাড়া,
কোন  অজানা পথে যাব?


চারিদিকে দেখি কত মত, পথ,
সকলই ধোঁয়াশায় ভরা;
তর্কে-বিতর্কে নেমেছে আঁধার,
জানি এ সবই মন গড়া।


সনাতন পথ, সনাতন মত,
দেয়না ব্যক্তিপূজায় সারা;
প্রকৃতির দেওয়া নিয়মের ধারা,
আজও পারিনি নিতে মোরা।


ব্যক্তিস্বার্থে ব্যক্তিপূজায় যারা,
জীবন পথে বিতর্ক গড়ে তাঁরা;
সনাতন নিয়ম এই প্রকৃতির ধারা,
জন্মের পর মৃত্যুতে হয় হারা।


বুঝিতে পারি না, মানিতে চাইনা,
শুধুই পরের কথায় চলি;
অবোধ, নির্বোধ, আমরা যে আজও,
কেমনে নিজেদেরকে মানুষ বলি?


অনন্য সাধারণ ওই দর্শন মনন,
সত্যিই কি কঠিন পথ?
ভাবিনি কখনো বুঝিনি এখনও,
দেখে চারিদিকে নানান মত।


১৬ ই ভাদ্র,  ১৪২৮,
ইং ০২/০৯/২০২১,
বৃহস্পতিবার সকল ১০:১৬। ১৪২৮,  ০৩/০৯/২০২১।