সংহিতা, স্মৃতিকল্প সংকলন,
      সবই মানুষের কল্পনার গাঁথা;
মুনি, ঋষি, যাকে বলি,
        সবাই রিপূ-রাজের আঁকা।


রিপূর তাড়নায় যারা,
              সৃষ্টিতে হয় রত;
পক্ষপাত হবেই তাঁদের,
               ভুল হবে শত।


প্রকৃতিকে দেখে যারা,
             শেখে আর লেখে;
দর্শনশাস্ত্রের পণ্ডিত তাঁরা,
            যুক্তি প্রমান রেখে।


এই জগতে ব্রহ্মবাদী মিথ্যাচারী,
          ঈশ্বরকে দেখেনাই তাঁরা;
না দেখেও দেখার গল্প বলে,
           যেন মহান স্রষ্টা ওরা।


যুক্তি ছাড়া, প্রমান ছাড়া,
          মিথ্যা রসে থাকে ভরা;
ব্যভিচারী, ন্যায়নীতি বিসর্জিত প্রেক্ষণ
       এনেছে সনাতন বিশ্বাসে খরা।


তাই নিয়ে মারামারি, ক্ষমতার হুড়াহুড়ি,
       সেই ধর্মের নামে;
ওরা জানে না তো ধর্ম, কি তার কর্ম?
        পিছু ঘোরে ভ্রমে।


প্রকৃতি- তাঁর সৃষ্টি ধারা, রেখেছে ধরে,
         একান্তই আপন করে;
এ যে ব্যক্তির কর্ম, সমষ্টির ভাবনা,
         জীব জগতের তরে।


মনু সংহিতা, পক্ষপাত দুষ্ট,
     সনাতন সংহিতা, সাম্যতায় সৃষ্টি;  
সেই বৈদিক কাল হতে,
   মানুষ বয়ে নিয়ে এসেছে সেই কৃষ্টি।


৩রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৭/০৪/২০১৮,
মঙ্গলবার, বেলা ১১টা। ৪৬১ তাং ০৪/০৫/১৮ ।